সিটিজেন চার্টার
সেবার নাম | সেবার ধরন ও বিবরণ | সেবা প্রদানে নিয়োজিত কর্মকর্তা/কর্মচারী | |
১। | নামজারী ও জমা খারিজ | আবেদন প্রাপ্তির পর যথাযথ তদন্ত পুর্বক পক্ষগনকে শুনানী অন্তে স্বত্ব দখল বিবেচনায় কোন আপত্তি না থাকলে ২৫ (পঁচিশ) কর্ম দিবসের মধ্যে নামজারী ও জমাখারিজ অনুমোদন। নামজারী ও জমাখারিজের ফিস
ক) আবেদন বাবদ কোর্ট ফি- ৫/- খ) নোটিশজারী ফি- ২/- টাকা (অনধিক চার জনের জন্য) চার জনের অধিক প্রতিজনের জন্য ০.৫০ টাকা। গ) রেকর্ড সংশোধন ফি- ২০০/- টাকা ঘ) প্রতিকপি মিউটেশন খতিয়ান ফি- ৪৩/- টাকা সর্বমোট= ২৫০/- টাকাসহ ৪ (চার) জনের অধিক হলে নোটিশজারী ফিস আরো প্রতিজনের জন্য ০.৫০ টাকা।
| সহকারী কমিশনার (ভূমি) কানুনগো, ভূমি সহকারী কর্মকর্তা। |
২। | বিবিধ মোকদ্দমা | সহকারী কমিশনার (ভূমি) স্বেচ্ছায় বা স্বার্থ সংশ্লিষ্ট কোন পক্ষের আবেদনের প্রেক্ষিতে নামজারী/জমাভাগের আদেশ পুন:বিবেচনা বা পুন:বিচার এর মাধ্যমে ১৯৫০ সনের রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইনের ১৫০ ধারার ক্ষমতাবলে আদেশ পরিবর্তন ও সংশোধন করা হয়। | সহকারী কমিশনার (ভূমি)
|
৩। | ভূমি উন্নয়ন কর | ভূমি মালিককগন স্বেচ্ছায় অথবা সংশ্লিষ্ট ভূমি সহকারী কর্মকর্তার তাগিদের ভিত্তিতে ভূমি উন্নয়ন কর আদায়ের দাখিলা প্রদান। | ভূমি সহকারী কর্মকর্তা। |
৪। | অর্পিত সম্পত্তি বন্দোবসত্ম নবায়ন | যথাযথ তদন্ত সাপেক্ষে সঠিক পাওয়া গেলে নবায়নের জন্য উপজেলা নির্বাহী অফিসারের নিকট সুপারিশসহ প্রেরণ এবং অনুমোদন। অনুমোদনের পর ডি.সি.আর প্রদান। | উপজেলা নির্বাহী অফিসার সহকারী কমিশনার (ভূমি)
|
৫। | শ্রেণী পরিবর্তন | আবেদন প্রাপ্তির পর যথাযথ তদন্ত পূর্বক উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট প্রেরণ। | সহকারী কমিশনার (ভূমি) ভূমি সহকারী কর্মকর্তা। |
৬। | কৃষি খাস জমি বন্দোবসত্ম প্রদান | ভূমিহীন কর্তৃক ছবিসহ জেলা প্রশাসক/ উপজেলা নির্বাহী অফিসারের নিকট ৫/- টাকা কোর্ট ফি সহ আবেদন করলে যথাযথ তদন্ত পূর্বক উপজেলা কৃষি খাস জমি বন্দোবসত্ম ও ব্যবস্থাপনা কমিটি কর্তৃক যাচাই বাছাই করে বন্দোবস্তের জন্য জেলা প্রশাসকের নিকট প্রেরণ। | সহকারী কমিশনার (ভূমি) কানুনগো, সার্ভেয়ার, ভূমি সহকারী কর্মকর্তা। |
৭। | অকৃষি খাস জমি বন্দোবসত্ম প্রদান | জেলা প্রশাসক, কুষ্টিয়া এর নিকট ৫/- টাকার কোর্ট ফি সহ আবেদন করলে যথাযথ তদন্ত পুর্বক বিধি মোতাবেক জেলা প্রশাসকের নিকট প্রস্তাব প্রেরণ। | সহকারী কমিশনার (ভূমি) কানুনগো, সার্ভেয়ার, ভূমি সহকারী কর্মকর্তা। |
৮। | হাট-বাজারের একসনা ভিত্তিক লাইসেন্স প্রদান | প্রকৃত ব্যবসায়ী হাট-বাজারের একসনা ভিত্তিক লাইসেন্স/লাইসেন্স নবায়নের জন্য আবেদন করলে যথাযথ তদন্ত পূর্বক বিধি মতে লাইসেন্স প্রদান। | সহকারী কমিশনার (ভূমি) কানুনগো, সার্ভেয়ার, ভূমি সহকারী কর্মকর্তা। |
৯। | সায়রাত মহাল ইজারা প্রদান | হাট-বাজার, জলমহাল, বালু মহাল টেন্ডারের মাধ্যমে ইজারা প্রদান। | উপজেলা নির্বাহী অফিসার সহকারী কমিশনার (ভূমি) |
১০। | গুচ্ছগ্রাম/আদর্শ গ্রাম প্রকল্প। | গুচ্ছগ্রাম/আদর্শ গ্রাম প্রকল্পে ভূমিহীন পরিবারকে পুনর্বাসন করা হয় এবং আর্থ-সামাজিক উন্নয়নের জন্য বিভিন্ন ট্রেডে ঋণ প্রদান করা হয়। | উপজেলা নির্বাহী অফিসার সহকারী কমিশনার (ভূমি) |
১১। | আবাসন/আশ্রয়ন প্রকল্প | আবাসন/আশ্রয়ন প্রকল্পে ব্যারাক হাউস নির্মাণ করে ভূমিহীন পরিবারকে পুনর্বাসন করা হয় এবং আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষে প্রশিক্ষন এবং ঋণ প্রদান করা হয়। | উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমি) |
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS